উপজেলা সদর থেকে মক্রমপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা:
প্রথমত আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল খোয়াই নদী। কালের বিবর্তনে ও স্থানীয় সরকারের উন্নয়নের ফলে আমাদের এখন পূর্বের মত নৌ পথে আর জেলা সদর বা উপজেলায় যেতে হয় না। প্রথমেই বলতে হয় অত্র ইউনিয়নের দক্ষিন সাঙ্গর গ্রামের এর প্রয়াত কৃতিসন্তান এবং ১১ নং মক্রমপুর ইউনিয়নের ইতিহাসে সবচেয় বেশী বার (৪বার) নিবার্চিত চেয়ারম্যান মরহুম তাহিরুল ইসলাম চৌধুরী'র কথা। তিনিই মূলত বর্তমান হবিগঞ্জ-সুজাতপুর এর রাস্তার সুচনা করে যান। যাহার ফলে ঐ রাস্তা দিয়ে ১১, ১২,১৩নং সুজাতপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে । আর আমরা এলকাবাসী ও উপকৃত এবং কৃতজ্ঞ। ঐ রাস্তা সর্ব প্রথম দানিয়ালপুর বর্তমান কামড়াপুর ব্রীজের উত্তর পার হইতে সুবিদপুর ইউপি'র অন্তরগত আনোয়ারপুর গ্রামের ভিতর দিয়ে নোয়াপাতারিয়া গ্রামে পশ্চিম প্রান্ত পর্যন্ত রাস্তার কাজ শুরু করেন সাবেক চেয়ারম্যান মরহুম জনাব তাহিরুল ইসলাম চৌধুরী। আমরা এলাকাবাসী তাহার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।
ক) উপজেলা সদর থেকে মক্রমপু ইউনিয়ন পর্যন্ত - সিএনজিতে- (রিজার্ভ) ৫/৬ শত টাকা।
খ) উপজেলা সদর থেকে বাস যোগে প্রথমে হবিগঞ্জ, ভাড়া ২৫ টাকা, তারপর আবার হবিগন্জ কামড়াপুর ব্রীজের উত্তর পাড় হইতে হিয়ালা যাইতে অটোরিকসা বা বাস যোগে চলাচল করা যায়।
গ) বর্ষাকালে উপজেলা সদর যেতে নৌকা যোগে বা বাস যোগে চলাচল করা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS