এই ইউনিয়নের প্রধান খেলাধুলার মধ্যে বিভিন্ন আন্ত গ্রাম ফুটবল প্রতিযোগীতা, হাডুডু, নৌকা বাইচ, ষাঢ় লড়াই ইত্যাদি বিভিন্ন খেলার আয়োজন স্থানীয় ভাবে সাড়ম্বরে অনুষ্ঠিত হত। এখন কালের স্রোতে নৌকা বাইচ আর ষাড়ের লড়াই হারিয়ে গেলেও গ্রামীন আনন্দ বিনোদনে কোন কমতি নেই। এছাড়াও বিভিন্ন সময় যাত্রাপালা, বয়াতি গানের আসর, এখনো বিদ্যমান। এছাড়াও প্রতিবছর মক্রমপুর ইউনিয়নের দক্ষনি সাঙ্গর গ্রামে একটি মেলা হয়. বাংলা সালের হিসাবে মাঘ মাসে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত মেলায় পার্শবতী বিভিন্ন গ্রামের ও জেলা সদরসহ দুরদুরান্ত থেকে অনেক লোকের সমাগম ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস