Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মক্রমপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টার থেকে সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশী নারী ও পূরুষের নিবন্ধনপ্রক্রিয়া শুরু।
বিস্তারিত

সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশী কর্মীদের (পুরুষ ও নারী) নাম নিবন্ধনপ্রক্রিয়া শীঘ্রই হবিগঞ্জে শুরু হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরসিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহ থেকে  নিবন্ধন প্রক্রিয়ার যাবতীয়  কার্যসম্পন্ন করা যাবে।  সৌদি আরবে যেতে ইচ্ছুক  সবাইকে তার নিজ নিজ এলাকার ডিজিটাল সেন্টার থেকে উদ্যোক্তাদের মাধ্যমে আবেদনপত্র পূরণসহ জমা দিতে হবে। তবে  অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনফরমটি http://infokosh.gov.bd/download-attachment/2664/1662 এই ঠিকানাথেকে ডাউনলোড করতে হবে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের রেজিস্ট্রেশনফর্মটি পূরণ করে প্রত্যেক আবেদনের বিপরীতে ২০০ টাকা সোনালী ব্যাংকে ড্রাফট (মহাপরিচালক  জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো বরাবর) করতে হবে।প্রতিটি নিবন্ধনের সাথে উক্ত ব্যাংক ড্রাফট উপ-পরিচালক, ডিইএমও অফিস বরাবরজমা দিতে হবে। আবেদনের সকল কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে উদ্যোক্তাসর্বোচ্চ ১০০ টাকা সার্ভিস চার্জ হিসেবে নিতে পারবেন। জানা যায়, দীর্ঘ ৭বছর বন্ধ থাকার পর সম্প্রতি বর্তমান সরকারের প্রচেষ্টায় সৌদি আরবে বাংলাদেশী কর্মী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। এর ফলে মধ্যপ্রাচ্যের এ দেশে আবারও বাংলাদেশীকর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। সূত্র জানায়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে শুধু সৌদি আরব নয়, অন্য যেকোনো দেশে যেতে আগ্রহীরাও নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ ছাড়া হংকং, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানেগৃহ শ্রমিক (হাউজ কিপিং) পেশায় কাজ করতে আগ্রহী নারীরা নিজেদের নাম নিবন্ধনকরাতে পারবেন। এজন্য নিবন্ধন ফি ধরা হয়েছে দুই শ’ টাকা। এই তালিকা যোগ হবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধিত তালিকার সঙ্গে। পুরুষ শ্রমিকের ক্ষেত্রেনিবন্ধনের বয়স সীমা ১৮-৪৫ বছর এবং গৃহকর্মী হিসেবে নিবন্ধনের জন্য নারীদেরবয়সসীমা ২৫-৪৫ বছর। নিবন্ধনের জন্য পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে।

ছবি
ডাউনলোড